Sunday, 12 February 2023

'হাগ ডে এর শুভেচ্ছা'

 আমরা যারা পরিবারের দায়িত্বশীল ব্যক্তি হয়ে উঠছি,যাদের টাকার উপর ভিত্তি করে একটা সংসার চলে,ক্লান্ত ও ব্যস্ততার কারণে মা-বাবার সাথে একটু দূরত্ব গড়ে উঠেছে তাদের জন্য এই হাগ ডে টা জরুরী।জরুরী না আমি বলি অত্যাবশ্যকীয়।


আগে যেই আমরা মা-বাবার কিংবা অতি আদরের কারোর বুকের সাথে অল টাইম লেগে থাকতাম আজ তাদের বুকে জড়ায় নিতে ক্যামন যেনো একটা উশখুশ লাগে কিংবা আমরা এতই ব্যস্ত যে সময় করে সময় বের করতে পারি না।আমি কত লাশকে বুকে জড়ায়া কাঁদতে দেখি কিন্তু জীবিত অবস্থায় বুকে নিতে এই আমরাই দ্বিধাবোধ করি।


মুন্না ভাই এমবিবিস মুভিতে সঞ্জয় যখন ক্লিনারকে বুকে জড়ায়া ধন্যবাদ দেয় তখন ক্লিনারের চোখের অবস্থা দেখছিলেন?কতটা ভালোবাসা প্রকাশ পাইছিলো ওইটা দেখছেন?আমরা যাদের ভালোবাসি তাদের বুকে নিলে অমায়িক একটা শান্তি আসে,মনের যত হতাশা আছে সব দূর হয়ে যায়।


বুকে জড়ানো সত্যিই একটা মেডিসিন।রাজ্যের যত কষ্ট অজানা আনন্দে রূপ নেয়,যত হতাশা নিমিষেই দূর হয়ে যায়,যত ক্লান্তি দূরন্তপণায় ছুটে যায়।আমরা হয়ে উঠি সদ্য জন্ম নেওয়া বাচ্চার মতো হাসিখুশি।যার আর চাওয়ার কিছুই নাই।


সময় যাচ্ছে,কোনো একদিন সবকিছু হাতের মুঠোয় পাবেন কিন্তু বুকটা শান্তি করার জন্য আপন মানুষদের পাবেন না।হিন্দি একটা গানের লাইন দিয়ে শেষ করছি,

'লাগ যা গালে কে ফির এ হাসিন রাত হো না হো

শায়াদ ফির ইস জানাম মে মুলাকাত হো না হো।'

No comments:

Post a Comment