আমি ভাই পুরুষতান্ত্রিক সমাজ দেখতে দেখতে ফেড আপ হইয়া গেছি।আমার অনেকদিনের আশা এই দেশটা নারীতান্ত্রিক সমাজে পরিণত হইবো।
বিয়ের সময় আমাদের মায়েরা বলবে আমাদের ছেলে কি ভেসে আসছে নাকি ২০ লক্ষ টাকা দেনমোহর না দিলে ছেলে বিয়ে দিবো না।১৫-২০ টাকা ইনকাম করা মেয়ের পেছন ফেটে যাবে টাকার কথা শুনে।
বউ কাজ করে রাতে বাসায় ফিরে ভাত চাইলে বলবো 'স্বামী হিসাবে আসছি আর ঘরের চাকর বানায় ফেললা,ভাতটাও নিয়ে খাইতে পারো না।আমি দেখে সংসার করে গেলাম অন্য কেউ হইলে খবর ছিলো।'
মাঝেমাঝে বন্ধুরা বাসায় আসবে আর ঘরকে চোগলখোরদের আড্ডাখানা বানায় ফেলবে।কার বউ সেক্সে পারদর্শী,কে কোন পজিশনে খেলে এসব নির্দ্বিধায় বলবো।
শুক্রবারে বিরিয়ানি রাঁধতে রাঁধতে বউয়ের পুরা গুষ্টি উদ্ধার করে ফেলবো।আর যদি ভুলেও বলে বিরিয়ানি ভালো হয় নাই,সারাদিন ঘ্যানর ঘ্যানর করবো।
প্রতি মাসে পাঞ্জাবি কিনার বায়না ধরবো,লুঙ্গি নাই বলে বলে বউয়ের মাথা খাইবো।ঘর ভাড়া দেওয়ার জন্য প্যারা দিবো,ফ্লাট কিনতে ফোর্স করবো।
কোরবানির ঈদে তারা গরুর হাঁট থেকে গরু নিয়ে আসবে।গরু হাটতে না চাইলে বিচিতে টিপ মারবে।গরু দৌড় দিলে রশি ধরে রাখতে গিয়ে থোতনা উড়ে যাবে।
দামড়া শরীর নিয়ে মহিলাদের রিকশায় উঠবো আর ৫ টাকা ভাড়া বেশি চাইলেই থাপ্পড় দিবো।
সর্বশেষ কথা কাটাকাটি হইলেই পুরুষ নির্যাতন আইনের আওতায় আনার হুমকি দিয়ে বউয়ের বিচি শুকায় ফেলবো।ওহ সরি তাদের তো বিচি নাই।
আমি আশাবাদী মানুষ এসব আশা করতেই পারি।
No comments:
Post a Comment