তুমি যাওয়ার পর কতকিছুই না করলাম,
রাইতের ৩ বাজে পোলাপানের লাহান উইঠা কান্নাকাটি করলাম
দেবদাসের মতো তোমার বাড়ির চৌকাঠে বইসা রইলাম
পিপাসিত কুত্তার মতো ছুটলাম এদিক সেদিক
বৃষ্টিতে ভিজলাম
রইদে পুড়লাম
তুমি যেই রাস্তা দিয়া যাইতা ওই রাস্তার প্রতিটা দেওয়ালে চুমু খাইলাম
বর্ষাকাল থাইকা বসন্তকাল অপেক্ষা করলাম
ফুল ফুটতে দেখলাম
ঝরতে দেখলাম
কষ্ট পাইতে পাইতে নষ্ট হইলাম
মদ খাইলাম
গাঁজা খাইলাম
বেশ্যালয় গেলাম
পাগল সাজলাম
পাগলা গারদে চিকিৎসা নিলাম
ফিরা আইসা চিৎকার কইরা কইলাম
'ভালোবাসার মারে চ*
তারপরেও তোমারে ভুলতে পারলাম না।
জীবন এত ছোট যে তোমার চইলা যাওয়ার দুঃখ
ভুলতে ভুলতে
মৃত্যুর ফেরেশতা আমার সামনে আইলো
যাওয়ার আগে একটা কথাই জিগাই
'মনা তুমি থাইকা গেলে কি খুব ক্ষতি হইতো?'
No comments:
Post a Comment