তোমার বুঝতে হবে,
ক্যানো পৃথিবীর এত রাস্তা থাকতেও আমি তোমার পথে হাঁটি।
তোমার বুঝতে হবে,
দুনিয়ার সমস্ত প্রেম ফেলে এসে ক্যানো আমি তোমার দরজায় কড়া নাড়ি।
তোমার বুঝতে হবে,
জাহান্নামের মতো কঠিন কষ্ট পেয়েও ক্যানো আমি তোমারে দেখলে শান্তি পাই।
তোমার বুঝতে হবে,
পুরো ভ্রমাণ্ডের সকল হতাশা আমার মাথায় চেপে বসার পরেও ক্যানো তোমার নামে হাসি।
তোমার বুঝতে হবে,
নমরুদের ল্যাংড়া মশার মতো ক্যানো শুধুমাত্র তুমিই আমার মগজের ভিতর ঘুরপাক খাও।
তোমার বুঝতে হবে,
সমস্ত কিছু বাদ দিয়ে ক্যানো আমি তোমারে নিয়াই কবিতা লিখি।
তোমার বুঝতে হবে,
আমার সমস্যাটা কী?
আমি কি পাগল?
তোমার বুঝতে হবে,
আমি তোমারে ভিষণ ভালোবাসি।
'তোমার বুঝতে হবে // মুহাম্মাদ আরজু
No comments:
Post a Comment